| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনার উদারতা বিএনপি নেতারা বোঝে না: ওবায়দুল কাদের


শেখ হাসিনার উদারতা বিএনপি নেতারা বোঝে না: ওবায়দুল কাদের


রহমত ডেস্ক     16 August, 2022     10:31 PM    


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপির নেতারা বোঝেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, বিএনপি সমাবেশ করুক, জনসভা করুক কোনো বাধা আমরা দেব না। নেত্রী আপনার এ উদারতার অর্থ আমরা বুঝি। কিন্তু আজকে কষ্ট লাগে তারা সেটা বোঝে না।'

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা বলেন, বিদেশিদের চাপে প্রধানমন্ত্রী আন্দোলনে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন। লন্ডন থেকে স্লোগান দেয় আর প্রতিধ্বনি হয় পল্টনে। কি স্লোগান? ‘‘টেক ব্যাক বাংলাদেশ’’। টেক ব্যাক করে কোথায় যাবে? লুটপাটের হাওয়া ভবনে? বিএনপি তাদের শাসনামলে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিসর্জন দিয়েছে। ’

‘সঙ্কটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এখনও বাংলাদেশ স্ট্যাবিলিটি বজায় রেখেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনও রেমিট্যান্স আসছে হাজার হাজার কোটি টাকা। ৪০-৪২ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে। বললাম কেন? বাংলাদেশে এখন রিকশাওয়ালারাও রিজার্ভের কথা বলেন। শ্রীলঙ্কার রিজার্ভ ফুরিয়ে গেছে। পাকিস্তানের রিজার্ভ তলানিতে। এ জন্য বাংলাদেশকে নিয়েও তারা দুঃস্বপ্ন দেখে,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের কান কথা শুনে, গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ শ্রীলঙ্কাও হবে না, পাকিস্তানও হবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটা বীরের দেশ। শেখ হাসিনার বাংলাদেশ। ’