| |
               

মূল পাতা জাতীয় সরকার দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে: বাণিজ্যমন্ত্রী


ফাইল ছবি

দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে: বাণিজ্যমন্ত্রী


রহমত ডেস্ক     16 August, 2022     10:37 PM    


দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে। এই প্রবণতাকে প্রতিরোধ করতে হবে। তবে দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে চলে যাবে- এমন দেশ কখনও চাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে অসাধু ব্যবসায়ীরা নানা পণ্যের দাম বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বাড়ায় এর সুবিধা পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন— কমিশনের সদস্য ড. এএফএম মনজুর কাদির, জিএম সালাহ উদ্দিন, নাসরিন বেগম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।