| |
               

মূল পাতা জাতীয় সরকার ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি: রেলমন্ত্রী


ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি: রেলমন্ত্রী


রহমত ডেস্ক     10 August, 2022     08:16 AM    


তেলের দাম বাড়লেও ট্রেন ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি। তবে এনিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে (জয়দেবপুর রেলওয়ে জংশনে) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেনটি চালু হবে। অরক্ষিত রেলক্রসিং বিষয়ে তিনি বলেন, রেল লাইন দিয়ে যখন ট্রেন যায় তখন লাইনের দুপাশে ১৪৪ ধারা জারি থাকে।

মন্ত্রী বলেন, রেল লাইন দিয়ে ট্রেন যাবে। সড়ক মহাসড়কের দায়িত্ব সড়ক বিভাগের। ক্রসিংয়ে গেট দেয়া হয় রেলের নিরাপত্তার জন্য। সেখানে সড়ক পথের গাড়ি এলে তার দেখার দায়িত্ব তো আমাদের না।