| |
               

মূল পাতা জাতীয় সরকার লঞ্চে ভাড়া দ্বিগুণ করার দাবি, আজই সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়


লঞ্চে ভাড়া দ্বিগুণ করার দাবি, আজই সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়


রহমত ডেস্ক     08 August, 2022     01:48 PM    


কিলোমিটার প্রতি আরও ২ টাকা ৩০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের সাথে এক আলোচনা সভায় এ দাবি জানায় তারা।

এদিন দুপুরে ভাড়া বাড়ানোর দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সাথে বৈঠক করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। বৈঠকে যাত্রী ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য আগে প্রতি কিলোমিটার ২ টাকা ৩০ পয়সার স্থলে আরো দুই টাকা ৩০ পয়সা বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার দাবি ওঠে।

সেইসাথে ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে প্রতি কিলোমিটার এর দূরত্বের জন্য বর্তমান দুই টাকার স্থলে আরো দুই টাকা বাড়িয়ে চার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা।

বৈঠক শেষে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল জানান, তারা যেই ভাড়ার প্রস্তাব করেছেন সেটা অবশ্যই বেশী দাবি। তবে আজকের মধ্যেই নৌ পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে, যেটা অবশ্যই যৌক্তিক হবে।

সচিব বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব যেটা দেয়া হবে সেটার সাথে লঞ্চ মালিকদের প্রস্তাব সমন্বয় করে ১০ তারিখ প্রজ্ঞাপন জারি করবে নৌ পরিবহন মন্ত্রণালয়।  এরপর থেকে কার্যকর হবে নতুন ভাড়া। এর আগে পর্যন্ত আগের ভাড়ায় চলবে সব ধরনের নৌযান।