| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত নাটোরে মাদরাসা শিক্ষককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


নাটোরে মাদরাসা শিক্ষককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


রহমত ডেস্ক     04 August, 2022     11:49 AM    


নাটোরে মাদরাসা শিক্ষককে মারধরের মামলায় লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের কানাইকালি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার(৩ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া  (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামানসহ স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি জানায়। এসময় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর বরকতের সঙ্গে এ নিয়ে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়।  তখন চেয়ারম্যান সমর্থকরা শিক্ষক জাফরকে ইউনিয়ন পরিষদে নিয়ে মারধর করে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিম আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।