| |
               

মূল পাতা জাতীয় সরকার পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী


ফাইল ছবি

পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     21 July, 2022     07:17 PM    


বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে সবার সাথে বন্ধুত্ব বজায় রাখবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) মালয়েশিয়াসহ কয়েকটি দেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বঙ্গবন্ধুর ১৯৭৪ সালের পাকিস্তান সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনে এগিয়ে যেতে হবে দু’দেশকেই। তবে একাত্তরের নৃশংসতা কখনোই ভুলবার নয়। বাংলাদেশ চায় গণহত্যার জন্য পাকিস্তান প্রকাশ্যে ক্ষমা চাক।

মন্ত্রী আরও বলেন,  দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে। এছাড়া, ধাপে ধাপে কয়েক লাখ শ্রমিক পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনার সূত্র ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “উনি বললেন, আপনার ওয়ার্কার কবে নাগাদ আসবে?” “তো, আমার মিশনের সাথে আলাপ করলাম, তারা জানালো, সপ্তাহ দুয়েকের মধ্যে। উনি বললেন, ‘এই মুহূর্তে আমাদের ওয়ার্কার খুব দরকার’।”

উল্লেখ্য, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকার হঠাৎ করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ ঘোষণা করে। এর প্রায় সাড়ে তিন বছর পর কর্মী পাঠানোর ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়। এ বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে ৭৮ হাজার ৯৯০ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি মালয়েশিয়া সফরে করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বুধবার (২০ জুলাই) তিনি কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।