| |
               

মূল পাতা জাতীয় হজ শেষে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ হাজী


ফাইল ছবি

হজ শেষে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ হাজী


রহমত ডেস্ক     18 July, 2022     09:34 AM    


হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজী। সোমবার (১৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত চারদিনে মোট ২৭টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১১টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে তিনটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত  বাংলাদেশ থেকে হজ প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এদিকে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজী ইন্তিকাল করেছেন।  এবার হজে গিয়ে এ নিয়ে ২২ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজী ইন্তিকাল করেছেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী।

রোববার (১৭ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মোছা. মমতাজ বেগম (৪৯)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।