| |
               

মূল পাতা জাতীয় সেপ্টেম্বর থেকে ওয়াসার পানির দাম বাড়ছে


সেপ্টেম্বর থেকে ওয়াসার পানির দাম বাড়ছে

এ নিয়ে গত ১৪ বছরে ১৫ বার বাড়ানো হলো পানির দাম


রহমত ডেস্ক     08 July, 2022     10:10 AM    


নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যেই ফের ঢাকা ওয়াসার পানির দাম বাড়ছে। ঢাকা ওয়াসা গত বছরের সর্বশেষ ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়ায়। ফলে বর্তমানে আবাসিক সংযোগে প্রতি এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা পড়ছে। বাণিজ্যিক সংযোগে এই দাম ৪২ টাকা। ঢাকা ওয়াসার পানি ব্যবহারের জন্য আগামী সেপ্টেম্বর থেকে আরো ৫ শতাংশ খরচ বাড়তে যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা ওয়াসার ২৯৩তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে গত ১৪ বছরে ১৫ বার বাড়ানো হলো পানির দাম।

ঢাকা ওয়াসার বোর্ড সভা সূত্রে জানা গেছে, চলতি বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে বলে জানানো হয়। ফলে সভায় সেপ্টেম্বর থেকে আরো ৫ শতাংশ পানির খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের এপ্রিলে ও ২০২১ সালের সেপ্টেম্বর মিলে মোট দুই দফা পানির দাম বাড়ানো হয়। এ দুই দফায় আবাসিকে প্রতি ১ হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা (৩১ শতাংশ)। বাণিজ্যিকে বেড়েছিল ৪ টাকা ৯৬ পয়সা (১৩ শতাংশ)। বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। সেপ্টেম্বর থেকে এই দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত মূল্য যুক্ত হবে।