| |
               

মূল পাতা ইসলাম এবার হজের খুতবা দেবেন শায়খ আবদুল করিম আল ঈসা


এবার হজের খুতবা দেবেন শায়খ আবদুল করিম আল ঈসা


রহমত ডেস্ক     06 July, 2022     07:20 AM    


চলতি বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। সৌদি আরবের স্থানীয় সময় আগামী ৯ জিলহজ এ খুতবা দেবেন। একই সঙ্গে তিনি মসজিদে নামিরাতে নামাজেও ইমামতি করবেন।

মঙ্গলবার (৫ জুলাই) হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এবারের হজের খুতবার জন্য তাকে নিযুক্ত করেন।

শায়খ মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা উচ্চ উলামা পরিষদের সদস্য এবং রাবেতাতু আল-আলাম আল-ইসলামির সেক্রেটারি জেনারেল। মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক। তিনি দেশটির সাবেক বিচারমন্ত্রী। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এদিকে, এ বছরও হজের আরবি খুতবা বাংলাসহ ১৪ ভাষায় শোনা যাবে। বাংলায় হজের খুতবা শোনা যাবে এ ওয়েবসাইটে manaratalharamain.gov.sa