| |
               

মূল পাতা রাজনীতি মাওলানা মামুনুল হকসহ সব আলেমের নিঃশর্ত মুক্তি চাই : মাহমুদুর রহমান


মাওলানা মামুনুল হকসহ সব আলেমের নিঃশর্ত মুক্তি চাই : মাহমুদুর রহমান


রহমত ডেস্ক     03 July, 2022     02:11 PM    


মাওলানা মামুনুল হকসহ সব কারাবন্দি আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন,  ‘রাজধানীর মোহাম্মদপুর মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতারের সময় সরকার ছোটোলোকি করেছে। প্রধানমন্ত্রীকে বলবো আপনি দুইশ বছর ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামের পক্ষে থাকেন। দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ইসলাম বিরোধী কাজ নয়?’

আজ (০৩ জুলাই) রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘হয়রানিমূলক মামলায় রাজবন্দি ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস: নাগরিক সমাজের উদ্বেগ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘আওয়ামী লীগ থেকে একা একা বেরিয়ে এসেছি। কারণ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।’

হেফাজতে ইসলামের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘এই সরকারের সাথে নুন্যতম আপস করে যারা আন্দোলন করবে তাদের সাথে আমরা নাই। আপনারা শেখ হাসিনাকে আপনারা কওমী জননী উপাধি দিয়েছেন। তিনি এই বিশেষণে বিষেশায়িত হতে পারে না।’

’অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।