মূল পাতা মুসলিম বিশ্ব বিশ্ব কেন আমাদের বিষয়ে নাক গলাচ্ছে: তালেবানের সর্বোচ্চ নেতা
মুসলিম বিশ্ব ডেস্ক 02 July, 2022 08:20 AM
তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা প্রশ্ন তুলে বলেছেন, ‘বিশ্ব কেন আমাদের (তালেবান সরকার) বিষয়ে নাক গলাচ্ছে।’ শুক্রবার (০১ জুলাই) রাজধানী কাবুলে আলেম ও প্রবীণদের একটি বড় সমাবেশের ভাষণে তিনি এ কথা বলেন।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কাবুলের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ওই সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিয়েছেন আফগানিস্তানের ধর্মীয় নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তারা। গত বৃহস্পতিবার সমাবেশ শুরু হয়। এ সমাবেশে মোট ৩ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নিয়েছেন। এই সমাবেশ পুরো আফগানিস্তানে তালেবানের শাসনকে বৈধতা তথা রাবার-স্ট্যাম্প দেবে বলে আশা করা হচ্ছে।
আখুন্দজাদা সমাবেশে যোগ দেন শুক্রবার। সেখানে তাঁর দেওয়া ভাষণ আফগানিস্তানের সরকারি রেডিও চ্যানেলে সম্প্রচার করা হয়। এ ছাড়া ভাষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটি সরকারি বার্তা সংস্থা ‘বাখতার’।
বাখতারের প্রতিবেদন অনুযায়ী, তালেবানের সর্বোচ্চ নেতা বলেন, ‘বিশ্ব কেন আমাদের বিষয়ে নাক গলাচ্ছে। তারা বলে, “তোমরা এটা কেন করছ না, ওটা কেন করছ না।” কেন বিশ্ব আমাদের কাজে হস্তক্ষেপ করছে।’ এ নিয়ে তিনি বলেন, ‘আমরা এখন একটি স্বাধীন দেশ। বিদেশিরা আমাদের নির্দেশ দিতে পারেন না।
তিনি আরো বলেন, আমাদের ওপর যদি পরমাণু অস্ত্র দিয়েও হামলা চালানো হয় তাহলেও আমরা আমাদের নীতি থেকে সরে যাব না।
সমাবেশে গত মাসে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের জন্য দোয়া প্রার্থনা করেন আখুন্দজাদা। এ সময় আফগানিস্তানের ক্ষমতা দখলের জন্য তালেবানের প্রশংসা করে তিনি বলেন, এটি শুধু আফগানিস্তান না, পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের জন্য গর্বের বিষয়।
শুক্রবার সমাবেশে ভাষণ দিয়েছেন তালেবানের উপপ্রধান ও আফগানিস্তানের বর্তমান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানিও। তিনি বলেন, আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার ও শিক্ষার দাবি তুলেছে বিশ্ব। তবে এই বিষয়গুলো বিবেচনার জন্য সময় প্রয়োজন।