| |
               

মূল পাতা জাতীয় টিকিটের জন্য অপেক্ষা, স্টেশনেই পড়াশোনা মাদরাসা শিক্ষার্থী ইমতিয়াজের


টিকিটের জন্য অপেক্ষা, স্টেশনেই পড়াশোনা মাদরাসা শিক্ষার্থী ইমতিয়াজের


রহমত ডেস্ক     02 July, 2022     12:26 PM    


কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড়ের চিত্র দেখা গেছে। শনিবার (২ জুলাই) সকালে কমলাপুরে এমন চিত্র দেখা যায়।

প্রতিদিনের ন্যায় এদিন সকাল ৮টা থেকেই ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট পেতে অনেক টিকিটপ্রত্যাশী শুক্রবার বিকেল থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন।স্টেশনেই রাত কাটিয়েছেন তারা। তাদের মধ্যে একজন ইমতিয়াজ মাহমুদ।

জানা গেছে, টিকিট পেতে শুক্রবার রাতেই কমলাপুরে এসেছেন মাদরাসা শিক্ষার্থী ইমতিয়াজ। রাতে এলেও টিকিটি পেতে তাকে ভোরের অপেক্ষা করতে হবে। তাই সময় কাজে লাগাতে স্টেশনেই পড়াশোনা শুরু করেন তিনি।

ইমতিয়াজ জানান, অগ্রিম টিকিট পেতে রাতেই এসেছি। কারণ পরের দিন আমার পরীক্ষা। তাই সময় নষ্ট না করে পড়াশোনা করছি।

তিনি বলেন, সকাল ৮টা মধ্যে টিকিট বিক্রি শুরু হলে, আশা করছি এক ঘণ্টার মধ্যে পেয়ে যাব। এরমধ্যে টিকিট না পেলে পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা বলতে পারছি না।

এদিকে শনিবার (২ জুলাই) কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন দেখা গেছে। টিকিট কাউন্টার থেকে লাইন শুরু হয়ে কাউন্টার করিডোরের বাইরে চলে গেছে এই লাইন।

উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই পাওয়া যাবে ৭ জুলাইয়ের, ৪ জুলাই পাওয়া যাবে ৮ জুলাইয়ের, এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের আগাম টিকেট।

জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি দেখিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকা ও গাজীপুরেরৱ জয়দেবপুরসহ মোট সাতটি স্থান থেকে বিক্রি করা হবে অগ্রীম টিকিট।

ঈদের পর ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে ৭ জুলাই ১১ জুলাইয়ের, ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ জুলাইয়ের এবং ১১ জুলাই ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হ‌বে।

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।

এছাড়া, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান,পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।