| |
               

মূল পাতা রাজনীতি পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনার কোনো কৃতিত্ব নেই : গয়েশ্বর


পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনার কোনো কৃতিত্ব নেই : গয়েশ্বর


রহমত ডেস্ক     02 July, 2022     09:33 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পদ্মা সেতু প্রকল্প একটা চলমান উন্নয়ন প্রকল্প ছিল। এ সেতু নির্মাণে শেখ হাসিনার কোনো কৃতিত্ব নেই। পদ্মা সেতুর উদ্বোধনে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। এই টাকা বানভাসি মানুষের জন্য ব্যয় করলে মানুষ উপকৃত হতো। তাঁদের কষ্ট কমতো। 

আজ (২ জুলাই) শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় বন্যার্তদের মাঝে নারী ও শিশু অধিকার ফোরামের অর্থসহায়তা দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বিএনপিরর স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, নারী ও শিশু অধিকার ফোরামের  সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা আহ্বায়ক মো. আমিরুল হক প্রমুখ। পরে বন্যার্ত ৫০০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়। গয়েশ্বর চন্দ্র রায় বিকেলে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় একইভাবে বন্যার্তদের অর্থসহায়তা দেন।

গয়েশ্বর রায় বলেন,  বিএনপি গণমানুষের দল হিসেবে বন্যাদুর্গতদের পাশে রয়েছে, বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় নাই। আমরা একধরনের অসহায় অবস্থায় আছি। তারপরও আমরা সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। মানুষকে সহায়তা করছি। বন্যার পর মানুষের দুর্ভোগ আরো বাড়বে, মূল সমস্যা শুরু হবে এখন। হাজার হাজার মানুষ বানভাসি হয়েছেন। তাঁরা এখনো খোলা আকাশের নিচে। জিনিসপত্রের দাম বাড়বে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু সরকার সেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেনি।