| |
               

মূল পাতা সারাদেশ সরকারি ওষুধ কালোবাজারে বিক্রি, আটক ২


সরকারি ওষুধ কালোবাজারে বিক্রি, আটক ২


রহমত ডেস্ক     28 June, 2022     08:30 AM    


নওগাঁর মান্দায় কমিউনিটি ক্লিনিকের বরাদ্দকৃত ওষুধ কালোবাজারে বিক্রির সময় দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুন) বিকেলে উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে সিমেন্টের একটি গোডাউন থেকে ৩ কার্টুন সরকারি ওষুধসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, সোহেল রানা (৩২) ও মাহাবুর হোসেন (৪৮)। এদের মধ্যে সোহেল রানা উপজেলার তুড়ক গ্রাম কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত আছেন। তিনি তুড়ক গ্রামের মুক্তিযোদ্ধা সালাউদ্দিনের ছেলে।

অন্যদিকে আটক মাহাবুর রহমান দক্ষিণ পারইল গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে। তার সিমেন্টের গোডাউন থেকে কমিউনিটি ক্লিনিকের বরাদ্দকৃত ৩ কার্টুন ওষুধ উদ্ধার করে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাটের পূর্বপাশে সিমেন্টের একটি গোডাউনে ইউএনওর উপস্থিতিতে অভিযান চালিয়ে কমিউনিটি ক্লিনিকের ওষুধগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিএইচসিপি সোহেল রানা ও গোডাউন মালিক মাহাবুর রহমানকে আটক করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী নওগাঁ মান্দা