| |
               

মূল পাতা জাতীয় বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনার ৫ শতাধিক পরিবারকে জমিয়তের ত্রাণ সহায়তা প্রদান


বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনার ৫ শতাধিক পরিবারকে জমিয়তের ত্রাণ সহায়তা প্রদান


রহমত ডেস্ক     28 June, 2022     09:09 AM    


স্মরণকালের ভয়াবহ বন্যায় নেত্রকোনা জেলার বেশি ক্ষতিগ্রস্ত তিন উপজেলা যথাক্রমে আটপাড়া,মদন ও মোহনগঞ্জ উপজলায় ত্রাণ সহায়তা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেয় দলটি।

সোমবার (২৭ জুন) নেত্রকোনায় মানবিক সহায়তা প্রদানের এই কার্যক্রমে অংশ নিতে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, পাঠাগার সম্পাদক ও ঢাকা মহানগরের সহ- সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সলীমুল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম ইসহাকী,ঢাকা মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বিনয়ামীন,ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ-সভাপতি মাওলানা চৌধুরী নাসীর আহমদ, ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক মাওলানা আব্দুল আলীম ও তারকান্দা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আতীকুর রহমান।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মফীজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক ও মদন উপজেলার নবনির্বাচিত ভাইস মুফতী আনওয়ার হোসাইন,যুব বিষয়ক সম্পাদক রূহুল আমীন নগরী,সদস্য মাওলানা খায়রুল ইসলাম ও মাওলানা বুরহানুদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।