| |
               

মূল পাতা সারাদেশ সুনামগঞ্জে হেফাজত মহাসচিবের ত্রাণ বিতরণ


সুনামগঞ্জে হেফাজত মহাসচিবের ত্রাণ বিতরণ


রহমত ডেস্ক     27 June, 2022     08:48 PM    


দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গত সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান।

আজ (২৭ জুন) সোমবার সুনামগঞ্জ সদর থানার কাঠুরী ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, বৌরারঙ ইউনিয়ন, লক্ষণশ্রী ইউনিয়ন ও সুনামগঞ্জ পৌরসভায় বন্যা কবলিত নারী-পুরুষের মাঝে উত্তরা উলামা-মাশায়েখ পরিষদ ও ব্রাক্ষণবাড়িয়া উলামা পরিষদের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় হেফাজত মহাসচিবের সাথে আরো ছিলেন, ঢাকা মহানগর হেফাজতের সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারী প্রমুখ।

মাওলানা শায়খ  সাজিদুর রহমান বলেন, সারাদেশ থেলে আলেম-ওলামাসহ তৌহিদী জনতা বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তা ইতিহাসে উদাহারন হয়ে থাকবে। ইসলামপন্থীরা বরাবরের মতো জনগণের দুর্ভোগ-দুর্দশায় সবার আগে এগিয়ে আসে, এবারের বন্যাকালীন সময়ে তা আবারো প্রমাণিত হয়েছে।দেশের সকল সামর্থ্যবানদের বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর