| |
               

মূল পাতা জাতীয় আরও ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত


আরও ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত


রহমত ডেস্ক     27 June, 2022     11:15 PM    


বাংলাদেশের আরও ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে হজ অফিস।

সোমবার (২৭ জুন) হজ অফিস জানায়, বাংলাদেশের বাকি ২০ হাজার হজযাত্রীর মধ্যে ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত হয়েছে।

হজ অফিস জানায়, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ২০০ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ জন।

এ ছাড়া এখন পর্যন্ত ১১২টি হজ ফ্লাইট সৌদি গেছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ও ফ্লাইনাসের পাঁচটি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।