| |
               

মূল পাতা সারাদেশ জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্ধী ৭০হাজার মানুষ


জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্ধী ৭০হাজার মানুষ


ওসমান হারুনী     22 June, 2022     05:59 PM    


জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বন্ধী হয়েছে জেলার ৭উপজেলার ৭০হাজার মানুষ। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ও পানিবন্ধী পড়েছে।

আজ (২২ জুন) বুধবার দুপুরে যমুনার বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলার ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ,বকশিগঞ্জ,সরিষাবাড়ি ও মাদারগঞ্জসহ জেলার ৭টি উপজেলার ৩৮টি ইউনিয়নের দেড়শতাধিক গ্রামের বন্যা কবলিত হাজার হাজার মানুষ চরম দূর্ভোগ পড়েছে।

বন্যা কবলিত মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলার সাতটি উপজেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ সাত লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানাগেছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর