| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন একদিন হয়তো মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে : সিইসি


একদিন হয়তো মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে : সিইসি


রহমত ডেস্ক     21 June, 2022     09:22 PM    


একদিন হয়তো মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বর্তমান অবস্থায় ঘরে বসে বা অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ না থাকলেও একদিন হয়তো তেমন সুযোগ হবে।

মঙ্গলবার (২১ জুন) বিকালে নির্বাচন ভবনে ইভিএম যাচাই-বাছাই করা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এমন কথা বলেন।

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের পক্ষ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। একজন প্রশ্ন করেন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার পর কোন প্রতীকে ভোট দিয়েছেন তার একটি কাগজ তার হাতে দেওয়ার সুযোগ আছে কিনা? 

জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তাতে নিরাপত্তার সমস্যা হবে। কারণ ভোট দিয়ে বেরোনোর পর অন্য প্রার্থী শক্তিশালী হলে সমস্যা হতে পারে। নিরাপত্তার বিষয়ও আছে। 

তখন পাল্টা প্রশ্ন করেন ওই রাজনৈতিক দলের নেতা। কমিশনের উদ্দেশ্য তিনি বলেন, তাহলে ঘরে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করলে আরও নিরাপদ হবে। তখন কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের পরে কাগজ দিলে সমস্যা হতে পারে। আর আমাদের বিদ্যমান আইনও সাপোর্ট করে না।

সিইসি বলেন, ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাব করেছেন কেউ কেউ। আমি অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশে খোঁজ নিয়েছি। আসলে একদিন হয়তো এই সিস্টেম হবে। তখন হয়তো মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে।