| |
               

মূল পাতা সারাদেশ চট্টগ্রামে রাতে পাহাড় ধসে প্রাণ হারালেন ৪ জন


চট্টগ্রামে রাতে পাহাড় ধসে প্রাণ হারালেন ৪ জন


রহমত ডেস্ক     18 June, 2022     09:12 AM    


চট্টগ্রামে প্রবল বর্ষণের পর নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় দুই ভাই-বোন এবং অপরটিতে দুই সহোদর নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা এবং রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এ দুই পাহাড় ধসের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত ১টার দিকে বরিশাল ঘোনা পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ওই সময় পাহাড়ের পাদদেশে ফজলুল হকের বাড়িতে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যেরা চাপা পড়েন। এ ঘটনায় মাইনুর ও শাহেনুর আকতার নামের দুই ভাই-বোন নিহত হন। এ সময় আহত হন ফজলুল হক ও তাঁর স্ত্রী মোশারা বেগমসহ আরও তিন জন।

এ ছাড়া দিবাগত রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় লিটন ও ওমর নামের দুই সহোদর নিহত হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন জানান, পাহাড় ধসের ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এরই মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে একটানা প্রবল বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম চন্দনাইশ