| |
               

মূল পাতা জাতীয় 'মহানবীকে ﷺ নিয়ে কটুক্তিকারীদের মৃত্যুদন্ড না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে'


'মহানবীকে ﷺ নিয়ে কটুক্তিকারীদের মৃত্যুদন্ড না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে'


নিজস্ব প্রতিনিধি     17 June, 2022     11:00 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, উগ্রপন্থী ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দল ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ ﷺ ও তার সহধর্মিণীকে নিয়ে জঘন্যতম কটুক্তি করায়  তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিশ্বব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। অবিলম্বে কটুক্তিকারিদের ফাঁসি না দিলে প্রতিবাদ আন্দোলন থামবে না। বিশ্বব্যাপী নবী প্রেমিক তাওহীদি জনতা মনে করেন বিশ্বনবী ﷺ সম্পর্কে নুপুর শর্মার জঘন্য অবমাননাকর মন্তব্য সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

শুক্রবার (১৭ জুন) বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচর লোহারব্রীজ সংলগ্ন গাবতলী-বাবু বাজার সড়কে ভারতে মহানবী হযরত মুহাম্মদ ﷺ ও তার সহধর্মিণী আম্মাজান হযরত আয়েশা রা. সম্পর্কে কটুক্তিকারীদের ফাঁসি ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে  সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় চকবাজার, লালবাগ, হাজারীবাগ এলাকা থেকে শতাধীক ইমাম  ও  হাজার হাজার মুসল্লিরা মিছিলে মিছিলে এসে যোগ দিলে সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়। সকলের একটাই দাবি বিশ্ব নবীর দুশমনদের ফাঁসি চাই, দিতে হবে। 

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহ ইয়া, নাস্তিক- মুরতাদ নির্মুল কমিটির সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক আব্দুল করীম, মুফতী আ ফ ম আকরাম হোসাইন, মুফতি আব্দুর রহমান বেতাগী,  মাওলানা হামিদুল হক, মাওলানা আবু সুফিয়ান মোমেনী, মাওলানা সাইফুল্লা নোমানী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি হুসাইন সোহরাব,  মুফতি রশীদ আহমদ নাঈম, মুফতি মুতাসিম বিল্লাহ, মুফতি দিলাওয়ার হুসাইন আশরাফী, মুফতি শাব্বীর আহমদ, মুফতী ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা ইসমাঈল প্রমুখ। 

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মাগংরা সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ভারতের মুসলমানদেরকে নিপীড়নের নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার খবর পাওয়া যাচ্ছে। প্রতিবাদী মুসলমানদের বাড়ীঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।  তিনি  মুসলিম নিধনও নিপীড়নের অপরাধে ভারতের বিরুদ্ধে  আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য শান্তিকামী বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। 

সমাবেশে আগামী ২১ জুন মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মাকারামের উত্তর গেট থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ঘোষণা দেয়া হয়।