| |
               

মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস বেড়েই চলছে করোনা, একদিনে শনাক্ত ৪৩৩


বেড়েই চলছে করোনা, একদিনে শনাক্ত ৪৩৩


রহমত ডেস্ক     17 June, 2022     07:37 PM    


চলতি মাসের দুই তারিখ থেকে দেশে টানা করোনা শনাক্ত বাড়েই। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

এ ছাড়া ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন ও ১৩ জুন ১২৮ জন, ১৪ জুন ১৬২ জন, ১৫ জুন ২৩২ জন এবং ১৬ জুন ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৯০৫টি নমুনা। এরমধ্যে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়। তবে কারও মৃত্যু হয়নি।

নতুন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।