| |
               

মূল পাতা জাতীয় পানিবন্ধী সিলেট ও সুনামগঞ্জের পাশে দাঁড়ানোর আহ্বান


পানিবন্ধী সিলেট ও সুনামগঞ্জের পাশে দাঁড়ানোর আহ্বান


রহমত ডেস্ক     17 June, 2022     07:25 PM    


সিলেট ও সুনামগঞ্জের পানিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ঢাকা মহানগর সেক্রেটারি মুফাচ্ছির হুসাইন। 

আজ (১৭ জুন) শুক্রবার এক যুক্ত বিবৃতিতে তারা এ  আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারী বর্ষণ ও আসাম থেকে আসা পাহাড়ি ঢলে বিধ্বস্ত ও বিপর্যয় জনপদে পরিণত হয়েছে  সিলেট ও সুনামগঞ্জ জেলা। পানিবন্ধী লাখ লাখ মানুষ। প্রথম বন্যার ধকল কাটিয়ে না উঠতে আবারো বিপর্যস্ত এই জনপদ। তাই সরকার-  সুশীল সমাজ ও বিত্তবানদেরকে আর্তমানবতায় সর্বাত্মকভাবে এগিয়ে আসা অপরিহার্য হয়ে পড়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিবছর সীমান্ত এলাকাগুলো ভারতীয় বন্যার মাধ্যমে বিপর্যয় হয়ে পড়ে। তাই এ থেকে পরিত্রানের জন্য সরকারকে আশু কোন পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। পাশাপাশি বর্তমানে বন্যাকবলিত জেলাগুলোতে বিনামূল্যে পর্যাপ্ত ঔষধ, ত্রাণ, স্বেচ্চাসেবকসহ প্রয়োজনে সেনা- নৌ বাহিনী ও বিজিবি মোতায়েন করে উদ্ধার কাজকে তরান্বিত এবং এটিকে জাতীয় দূর্যোগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।