| |
               

মূল পাতা সারাদেশ মদন উপজেলার ভাইস চেয়ারম্যান হলেন মুফতী আনোয়ার


মদন উপজেলার ভাইস চেয়ারম্যান হলেন মুফতী আনোয়ার


রহমত ডেস্ক     16 June, 2022     08:16 AM    


নেত্রকোনার মদনে উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মুফতী আনোয়ার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপনির্বাচনে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মুফতী আনোয়ার হুসাইন তালা প্রতীকে ৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এম এ সোহাগ মাইক প্রতীকে ৭ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ শেখ বুধবার (১৫ জুন) রাতে এ ফলাফল নিশ্চিত করেছেন।
 
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, মদন উপজেলার ৪৫টি কেন্দ্রে বুধবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১ লাখ ২০ হাজার ৯৭৭ ভোটারের মধ্যে ২৬ হাজার ৭৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোট হয়েছে ২৫ হাজার ৭১৮। এ ছাড়া ৩৬১ ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা তাঁতী লীগের সভাপতি তোফায়েল আহমেদ জয়ী হন। কিন্তু গত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ২০২১ সালের ৭ ডিসেম্বর পদত্যাগ করেন। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ নেত্রকোণা মদন