| |
               

মূল পাতা জাতীয় জনশুমারি থেকে কেউ যেন বাদ না পড়ে : রাষ্ট্রপতি


জনশুমারি থেকে কেউ যেন বাদ না পড়ে : রাষ্ট্রপতি


রহমত ডেস্ক     16 June, 2022     08:09 AM    


চলমান জনশুমারি ও গৃহগণনা থেকে কেউ যেন বাদ না পড়ে এবং তালিকায় কেউ যেন একাধিকবার অন্তর্ভুক্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার(১৫ জুন) সন্ধ্যায় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পরিবারের খানার তথ্য সংগ্রহ করার সময় তিনি একথা বলেন। এসময় পরিসংখ্যান ব্যুরোর গণনাকারীরা রাষ্ট্রপতিকে গণনাভুক্ত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত  মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনশুমারি ও গৃহগণনার তথ্য খুবই গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে আদম শুমারি হয়েছিল। এর ১১ বছরের বেশি সময় পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ডিজিটাল পদ্ধতিতে সপ্তাহব্যাপী জনশুমারি পরিচালনা করছে। এই জনশুমারিতে ভাসমান মানুষের তথ্য সংগ্রহ মঙ্গলবার মধ্যরাতেই শুরু হয়। ঘরে ঘরে গিয়ে এ তথ্য সংগ্রহ চলবে ২১ জুন পর্যন্ত।