| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন কুমিল্লার নির্বাচন সুষ্ঠু হয়েছে, ৬০ শতাংশ ভোট পড়েছে : সিইসি


কুমিল্লার নির্বাচন সুষ্ঠু হয়েছে, ৬০ শতাংশ ভোট পড়েছে : সিইসি


রহমত ডেস্ক     15 June, 2022     07:58 PM    


প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনোরকম সংঘর্ষ ছাড়াই কুমিল্লা সিটি করপোরেশন-কুসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে। কুসিকে প্লাস-মাইনাস ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচন নিয়ে তেমন কোনো বিরূপ মন্তব্য আমরা পাইনি। সার্বিকভাবে বলা যায়, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ পাইনি। বৃষ্টিপাতের কারণে দুটি কেন্দ্রে ভোটগ্রহণে বিঘ্ন ঘটেছে।  আজ (১৫ জুন) বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

সিইসি বলেন,  ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আপনারাই ঠিক করবেন। আমরা মূল্যায়ন করতে পারব না। আমি বলব আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।সকাল থেকে আমরা গণমাধ্যমের সংবাদ প্রত্যক্ষ করেছি। নির্বাচন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে কোনো সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ভোট হয়েছে।সিসি ক্যামেরায় কন্টিনিউয়াসলি মনিটরিং করা হয়েছে। আমরা ইভিএমের ব্যাপারে দেখেছি বেশ ভালোভাবেই ভোট সম্পন্ন হয়েছে। কেউ কেউ ইভিএমের ব্যাপারে বলেছেন যে, তাদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, যারা একটু বৃদ্ধ তাদের জন্য ইভিএমে একটু অসুবিধা হয়েছে। তবে সার্বিকভাবে ইভিএমে ভোটগ্রহণ ভালোই হয়েছে।

তিনি আরো বলেন, আগে থেকেই আমরা স্বচ্ছ করার কথা বলেছিলাম। সেজন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দিয়েছি। পর্যবেক্ষকরাও তাদের দায়িত্ব পালন করেছেন। প্রবলভাবে কোনো অভিযোগ পাইনি। তবে বৃষ্টির কারণে ভোটগ্রহণে ধীরগতি ছিল। আজকে কুমিল্লা সিটি, পৌরসভা ও ১৩২ ইউপি নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে। ভোটাররাও কোনো অভিযোগ করেননি। অফিসিয়াল ফলাফল আমরা এখনো পাইনি। আরও সময় লাগবে।

এর আগে বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ঘুড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে টপকে গেলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৯০ ভোট। তার বিপরীতে মনিরুল হক সাক্কু পেয়েছেন ১৩ হাজার ৮৭০ ভোট।

কুমিল্লা সিটির পাশাপাশি পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে কুমিল্লার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিত বেশি। নির্বাচন চলাকালে কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। এবার নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের মো. রাশেদুল ইসলাম এবং কামরুল আহসান বাবুল স্বতন্ত্র প্রার্থী। মেয়র প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ১০৫টি কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।