| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেফতার


ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেফতার


রহমত ডেস্ক     13 June, 2022     04:04 PM    


খিলগাঁও এলাকা থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. খাইরুল আলম ও মো. ফারুক। সোমবার (১৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বলেন, গতকাল রোববার খিলগাঁও খিদমাহ হসপিটালের সামনে কিছু লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে খাইরুল ও ফারুক নামে দু’জন ভুয়া ডিবিকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় খাইরুলের হেফাজত থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও ফারুকের হেফাজত থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

তাদের অপরাধের কৌশল সম্পর্কে গোয়েন্দার এ কর্মকর্তা বলেন, গ্রেফতার খাইরুল ও ফারুক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টার্গেট করা ব্যক্তিকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এরপর নির্জনস্থানে নিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। খাইরুল একই অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ইতোপূর্বে গ্রেফতার হয়েছিল।