| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন হাটহাজারী জামিয়ার মজলিসে শূরার নতুন ৬ সিদ্ধান্ত


হাটহাজারী জামিয়ার মজলিসে শূরার নতুন ৬ সিদ্ধান্ত


রহমত ডেস্ক     08 June, 2022     11:20 PM    


আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর ‘মজলিসে শূরা’র বৈঠক সম্পন্ন হয়েছে। মজলিসের শুরায় সভাপতিত্ব করেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বুধবার (৮ জুন) সকাল ৯টায় হাটহাজারী জামিয়া প্রধানের কার্যালয়ে শুরা বৈঠক অনুষ্ঠিত হয়। মজলিসে শূরার বৈঠকে গত এক বছরের জামিয়ার শিক্ষা কার্যক্রম এবং আয়-ব্যয় এর হিসাবাদি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করা হয়।

বৈঠকে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

১. দারুল উলূম হাটহাজারীর (পূর্ণ) মুহতামিম হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া। এর আগে তিনি ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।

২. মাওলানা শেখ আহমদ শায়খুল হাদীস ও সদরে মুদাররিসের দায়িত্ব পালন করবেন।

৩. মুফতি জসিমুদ্দীন মুঈনে মুহতামিমের দায়িত্ব পালন করবেন।

৪. মাওলানা কবীর আহমদ নাজেমে তালিমাতের দায়িত্ব পালন করবেন।

৫. মাওলানা খলীল আহমদ নায়েবে নাযেমে তালিমাতের দায়িত্ব পালন করবেন।

৬. মাওলানা আবু সাঈদ নাযেবে মাতবাখের দায়িত্ব পালন করবেন।