| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মেলান্দহের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মালঞ্চ জমিরিয়া মহিলা ফাযিল মাদরাসা


লঞ্চ আল আমিন জমিরিয়া মহিলা ফাযিল মাদরাসা (ইনসেটে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোঃ শফিকুল ইসলাম )

মেলান্দহের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মালঞ্চ জমিরিয়া মহিলা ফাযিল মাদরাসা


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     04 June, 2022     10:58 AM    


জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ প্রযোগিতায় জামালপুর মেলান্দহের মালঞ্চ আল আমিন জমিরিয়া মহিলা ফাযিল (স্নাতক) মাদরাসা ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোঃ শফিকুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার "গ" গ্রুপের কিরাত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।

১৯৯৫সালে দাখিল পরিক্ষায় মাদরাসা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ, ১৯৯৬ সালে ফাযিল পরিক্ষায় দুইজন শিক্ষার্থী সম্মিলিত মেধা তালিকায় ১ম ও ৩য়, ২০১১ সালের দাখিল পরিক্ষায় মেয়েদের মধ্যে একজন প্রথম স্থান অর্জন করেছিল। ২০১৪ সালের দাখিল পরিক্ষায় মাদর্রাস শিক্ষা বোর্ডের ১২তম স্থান অর্জন করেছিল। একই বছর জেডিসি পরিক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান অর্জন করেছে। এ ছাড়াও ২০০৯ এবং ২০১০ সালে দাখিল পরিক্ষায় উপজেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জন করায় সেকায়েপ’র ২ লাখ টাকা উদ্দীপনা পুরস্কার অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী ঢাকা বিশ^বিদ্যালয়, মেডিকেলসহ নামিদামি প্রতিষ্ঠানে চাঞ্চ পেয়েছে।

১৯৮৭ সালে তৎকালীন ধর্মসচিব মরহুম আলহাজ এম.এ. রশীদ চিশতি নিজামী (রহ) মাদরাসার প্রতিষ্ঠাতা। বর্তমানে তাঁরই ছেলে ইউনাইটেড গ্রুপের চিফএডভাইজার আলহাজ হাসান মাহমুদ রাজা মাদরাসার সভাপতি হিসেবে দেখভাল করছেন। এই সফলতার জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।