| |
               

মূল পাতা সারাদেশ খাগড়াছড়িতে এক হাসপাতাল ও তিন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


খাগড়াছড়িতে এক হাসপাতাল ও তিন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


খাগড়াছড়ি প্রতিনিধি     29 May, 2022     07:26 PM    


খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

রবিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী কেএম ইয়াসির আরাফাত ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ছাবেরের নেতৃত্বে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করা হয়।

এসময় নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল, কেএসটিসি ও ফেযার হেলথ্সহ তিনটি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়।

এছাড়া লাইফ কেয়ার, চেঙ্গী কাঁশবন হাসপাতাল, হেলথ্ কেয়ার হসপিটাল, চাঁদনী ডায়াগনষ্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার ও খাগড়াছড়ি মেডিকেল সেন্টারেও অভিযান চালানো হয়।

জেলা শহরের যে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন করা হয়নি তা দ্রুত করতে নির্দেশনা দেওয়া হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর