| |
               

মূল পাতা রাজনীতি সিলেটে বন্যাদুর্গতদের মাঝে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ


সিলেটে বন্যাদুর্গতদের মাঝে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ


রহমত ডেস্ক     24 May, 2022     04:57 PM    


খেলাফত মজলিসের উদ্যোগে সিলেটের জকিগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২৪ মে) মঙ্গলবার সকাল ১১ টায় জকিগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুসাব্বিরের সভাপতিত্বে ও সহসাধারণ খায়রুল ইসলামের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, মুহাম্মদ সদরুজ্জামান খান, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, সিলেট জেলা সহসভাপতি মাওলানা মুখলেসুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন তপাদার, মাওলানা আবদুস সালাম, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সেক্রেটারী মুজিবুর রহমান খান প্রমুখ।

সমাবেশ শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ জন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, চিনি, লবন, পেঁয়াজ, ঔষধ ইত্যাদি। এরপর খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বরাক নদীর মোহনায় ভেঙ্গে যাওয়া বাঁধ পরিদর্শণ করেন এবং বিকেল কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আগামীকাল সুনামগঞ্জের ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।