| |
               

মূল পাতা জাতীয় যারা বিরোধিতা করেছিল তারা যেন ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠে: তথ্যমন্ত্রী


ফাইল ছবি

যারা বিরোধিতা করেছিল তারা যেন ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠে: তথ্যমন্ত্রী


রহমত ডেস্ক     24 May, 2022     09:24 PM    


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের সব মানুষের সেতু। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা লজ্জাহীন। তারা যেন জাতির সামনে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠে।

সোমবার (২৪ মে) বিকেলে নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ জননেত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নেননি প্রধানমন্ত্রী। দেশের কিছু মানুষ টিআইবি, সুজন, সিপিডি, বিরোধীদল এবং আরও মানুষ আছে যারা পদ্মা সেতুর নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিল, তারা লজ্জাহীন। তাদের পদ্মাসেতু নিয়ে কথা বলার আগে তাদের জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতৃত্ব শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে বারবার। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন, দেশ উন্নতির সোপানে আছে। আমাদের নেত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। সেটা করলে খালেদা জিয়াকে জেলের বাইরে থাকতে হতো না।