| |
               

মূল পাতা সারাদেশ জামালপুরে বোরো ধান চাল সংগ্রহ শুরু


জামালপুরে বোরো ধান চাল সংগ্রহ শুরু


ওসমান হারুনী     15 May, 2022     05:43 PM    


জামালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে।

জানা গেছে, সদর উপজেলায় এ বছর ৪৮৪৭ মে.টন ধান ও ১৬৪৪২ মে.টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য ২৭ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ ৩৯ টাকা।

রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সিংহজানি খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন,মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর