| |
               

মূল পাতা প্রবাস শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু


শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু


রহমত ডেস্ক     12 May, 2022     11:46 AM    


শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। বুধবার (১১ মে) শ্রীলংকায় বাংলাদেশ হাইকশিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যে কোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪ ২১৫ ৮৭৫০, ০৭১ ২৪০ ৬৩১৩ এই নম্বরে যোগাযোগ করতে পারবে।

শ্রীলংকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ দেশটিতে ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে।

বাংলাদেশ এখনও কোনো সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে, যাতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সেখানে সমস্যার সম্মুখীন হলে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। মাহিন্দা রাজাপাকসে সোমবার (১০ মে) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এ সপ্তাহে সরকার দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন ইতোমধ্যে নিহত হয়েছেন।