| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কুরআনের প্রতি শত্রুতা পোষণ করা মুর্খতার লক্ষণ: এরদোগান


কুরআনের প্রতি শত্রুতা পোষণ করা মুর্খতার লক্ষণ: এরদোগান


মুসলিম বিশ্ব ডেস্ক     29 April, 2022     08:40 AM    


তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআনের প্রতি শত্রুতা পোষণ করা মুর্খতার লক্ষণ। কিছু ইউরোপীয় দেশ ইসলাম ও মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আবার এমন লোকও আছে, যারা কুরআন পুড়িয়ে বিদ্বেষ পোষণ করছে। কুরআনের প্রতি এই শত্রুতার প্রদর্শন অজ্ঞতার পরিচায়ক।

বুধবার (২৭ এপ্রিল) ইস্তাম্বুলে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তুর্কি সম্প্রচার মাধ্যম টিআরটি পবিত্র রমজান উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে।

এরদোগান বলেন, যে কেউ একবারের জন্যও পবিত্র কুরআন পাঠ করেছে, তার পক্ষে এই বরকতময় গ্রন্থের প্রতি শত্রুতা পোষণ করা অসম্ভব।

এরদোগান বলেন, অবশ্যই পবিত্র এই গ্রন্থের বিরুদ্ধে কোনো শত্রুতা আমরা বরদাস্ত করব না, তবে আমাদের ভুলে গেলে চলবে না যে, মূল জিনিসটি হলো— কুরআন পড়া, বোঝা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা গুরুত্বপূর্ণ।