| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা ইমরান খানের


গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইমরান খান

রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা ইমরান খানের


মুসলিম বিশ্ব ডেস্ক     24 April, 2022     08:04 AM    


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতা হারানোর পর থেকেই বড় বড় সব শহরে সমাবেশ করছেন ইমরান খান। সবশেষ বৃহস্পতিবার লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আরও একবার দলের শক্তি প্রদর্শন করেন তিনি।

এবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করতে দেশব্যাপী নেতা–কর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতা হারানোর পর শনিবার (২৩ এপ্রিল) প্রথমবার সাংবাদিকদের সামনে আসেন ইমরান খান। ইসলামাবাদ অভিমুখে এই লং মার্চ সত্যিকারের স্বাধীনতা'র জন্য হবে বলে হুংকার দেন ইমরান।

সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তা দেশের মানুষ বুঝতে পেরেছে। আর তাই তার ডাকে রাজধানী ইসলামাবাদের দিকে বিশাল জনস্রোত যাবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানী অভিমুখে লং মার্চ সফল করতে আগামী ২৭ রমজান দেশব্যাপী প্রার্থনা করা হবে বলেও জানান তিনি। তবে, কবে নাগাদ লং মার্চ হবে সেই তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান ইমরান। দেশটির বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ঈদুল ফিতরের পর ব্যাপক আন্দোলন শুরু করতে পারে পিটিআই।

 গত ৯ এপ্রিল জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এই অনাস্থা প্রস্তাবের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন ও একের পর এক সমাবেশ করছে পিটিআই। দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি। তবে, এমন অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। 

সূত্র: ডন