মূল পাতা আন্তর্জাতিক তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ১২ শরণার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক 24 April, 2022 12:07 PM
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে শরণার্থীবোঝাই চারটি নৌকা ডুবে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ডুবে যাওয়া চারটি নৌকায় ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের সবাই আফ্রিকান। তিউনিসিয়ার কোস্টগার্ড কর্মকর্তা লে. কর্নেল আলি আয়ারি জানান, ডুবে যাওয়া নৌকাগুলো থেকে ৯৮ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ২০২১ সালে অন্তত ১৫ হাজার শরণার্থী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালি পৌঁছেছেন। ২০২০ সালের চেয়ে ৯৫ হাজারের বেশি শরণার্থী ইতালি পাড়ি জমিয়েছে গত বছর।