| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নতুন প্রজন্মকে বাঁচাতে টিকটক-পাবজি নিষিদ্ধ করলো আফগানিস্তান


নতুন প্রজন্মকে বাঁচাতে টিকটক-পাবজি নিষিদ্ধ করলো আফগানিস্তান


মুসলিম বিশ্ব ডেস্ক     23 April, 2022     12:07 PM    


টিকটক-পাবজি নিষিদ্ধ করেছে আফগানিস্তান। নতুন প্রজন্মকে বিপথগামী হওয়ার হাত থেকে বাঁচাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগান সরকার। 

আফগান সরকারের দাবি, বেশ কিছু অ্যাপ আফগানিস্তানের নতুন প্রজন্মকে বিপথগামী করে তুলছে। এসব অ্যাপ তাদের বোধ-বুদ্ধি ও নীতি-নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। ফলে আফগানিস্তানে টিকটক এবং পাবজির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

‘অনৈতিক কনটেন্ট’ প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে আফগান সরকার। গত বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, সম্প্রতি সংগীত, অশ্লীল চলচ্চিত্র এবং টেলিভিশনের অপেরা সোপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টিকটক ও পাবজিও নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানে।

আফগান সরকারের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে ঠেকাতে এই নিষেধাজ্ঞা জরুরি ছিল।