| |
               

মূল পাতা সারাদেশ কক্সবাজারে হঠাৎ মাটি ফুঁড়ে বের হলো আগুন, নেভাল ফায়ার সার্ভিস


কক্সবাজারে হঠাৎ মাটি ফুঁড়ে বের হলো আগুন, নেভাল ফায়ার সার্ভিস


রহমত ডেস্ক     18 April, 2022     09:52 AM    


কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়ন কাজের পাশের স্থানে ফেটে খণ্ডিত হওয়া মাটির ভেতর হঠাৎ আগুনের লাভার মতো উদগীরণ বের হওয়ার ঘটনা ঘটেছে। সে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা সেখান থেকে আগুন বের হয়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিভলেও সেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে বলে জানা গেছে।

রবিবার (১৭ এপ্রিল) ইফতারের পূর্বে পথচারীরা এ উদগীরণ দেখতে পায় এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। 

এদিকে আগুন আগুন দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা। স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে। পরে অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। যেখানে আগুনের লাভা দেখা গেছে জায়গাটি ভরাট এলাকা। মাটির নিচে কোন গাছ বা অন্যকোন আগুন ধারক দ্রব্য থাকতে পারে। ভরাট মাটি ফেটে সেই দ্রব্যে কোন না কোন ভাবে আগুন লাগে। মাটির ভেতর যেহেতু সেই দ্রব্যে লাগা আগুন দীর্ঘক্ষণ তরতাজা রয়েছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার সদর