| |
               

মূল পাতা জাতীয় ফাঁদে ফেলে এক কিশোরকে টানা তিন মাস পুলিশ সদস্যের বলাৎকার


পুলিশ কনস্টেবল ইউনুস আলী

ফাঁদে ফেলে এক কিশোরকে টানা তিন মাস পুলিশ সদস্যের বলাৎকার


রহমত ডেস্ক     15 April, 2022     01:18 PM    


ফেনীতে এক কিশোরকে দেহ তল্লাশির নামে আটক করে বলাৎকারের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। সেই ভিডিও ধারণ করে পরবর্তিতে টানা তিন মাস বলাৎকার করে পুলিশ কনস্টেবল ইউনুস আলী।

এক পর্যায়ে পুলিশ সদস্যের বন্ধুদের লালসার শিকারে বাধ্য করতে চাইলে বেঁকে বসে সেই কিশোর। উপায়ন্তর না পেয়ে পরিবারের সদস্যদের জানায় সে। পরে ১৩ এপ্রিল ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ১৪ এপ্রিল ইউনুসের কর্মস্থল ফেনী মডেল থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী কিশোর জানান, গত বছরের ২৩ ডিসেম্বর ফেনীর মহিপালে দেহ তল্লাশির নামে তাকে আটক করে ইউনুস আলী। এরপর তাকে নিয়ে যায় পার্শ্ববর্তী একটি হোটেলে। সেখানে মামলার ভয় দেখিয়ে প্রথম দফা বলাৎকার করে সেই ভিডিও ধারণ করে মোবাইলে। এই ভিডিও দেখিয়ে নিয়মিত লালসার শিকার করে ইউনুস। তার কাছ থেকে নগদ টাকাও হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে ওই ভুক্তভোগী কিশোর।

বিকৃত রুচির ইউনুস তার কিছু সহযোগীদেরও এই কিশোরের পেছনে লেলিয়ে দেয়। এতে বেঁকে বসে তরুণ। নিজেকে রক্ষা করতে কোনো উপায়ন্তর না পেয়ে ওই কিশোর ইউনুসের মোবাইল চুরি করে সকল ভিডিও মুছে ফেলে। পাওনা টাকা বাবদ মোবাইলটি অন্যত্র বিক্রি করে দেয়। এরপর পুলিশ কনস্টেবলের মোবাইল চুরির অপবাদ দিলে সেই মোবাইল উদ্ধারে নামলে বেরিয়ে আসে আসল রহস্য। জানাজানি হয় পুরো ঘটনাটি।

নির্যাতিত কিশোর আরও জানান, থানার সামনে একটি স্থান (পরিত্যক্ত গাড়ির ফাঁকে) নির্যাতনের আঁতুড় ঘর বানিয়েছে পুলিশ সদস্য ইউনুস আলী। আমাকে যখন-তখন এখানে আসতে বাধ্য করা হতো। প্রায় গভীর রাতে চালানো হতো ঘৃণ্য এমন নির্যাতন।

১৩ এপ্রিল ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ইউনুস আলীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় ওই কিশোরের পরিবার। তার মা জানান, শুধু ইউনুস আলী নয়, তার সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, কিশোর ছেলেটির মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। ভুক্তভোগী ওই কিশোরকে আমাদের জিম্মায় রেখেছি। সে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিবে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে আজ।