| |
               

মূল পাতা ইসলাম সাদাকাতুল ফিতর বিষয়ে হাটহাজারী জামিয়ার ফতোয়া


সাদাকাতুল ফিতর বিষয়ে হাটহাজারী জামিয়ার ফতোয়া


রহমত ডেস্ক     09 April, 2022     01:14 PM    


১৪৪৩ হিজরি সনের জনপ্রতি সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করে ফতোয়া প্রকাশ করেছে এশিয়ার অন্যতম ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।

মুফতী জসিম উদ্দিন ও মুফতি ফরীদুল হক স্বাক্ষরিত ফতোয়ায় বলা হয়েছে, চলতি বছরের সর্বনিম্ম সাদাকাতুল ফিতর ৭৫ টাকা। সর্বোচ্চ সাদাকাতুল ফিতর ২২০০ টাকা। তবে এটি শুধু চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য। অন্য জেলার বাজার মূল্য অনুযায়ী সাদাকাতুল ফিতর নির্ধারণ হবে বলে জানানো হয়েছে। ইসলামী শরীয়াহ মতে গম, ভুট্টা, যব, কিসমিস, খেজুর ও পনির এর মধ্যে যেকোনো একটি পন্য দ্বারা ফিতরা প্রদান করা যায়।

ফিতরার পরিমাণ : খেজুর, কিসমিস, ভুট্টা, পনির ও যবের ক্ষেত্রে এক সা’ (৩ কেজি ২৭০ গ্রাম) বা তার সমপরিমান টাকা। গম বা আটার ক্ষেত্রে আধা সা’ (১ কেজি ৬৩৫ গ্রাম) বা তার সমপরিমান টাকা।

বর্তমান বাজার মূল্য অনুযায়ী, আটা ১ কেজি ৬৩৫ গ্রাম ৭৩ টাকা ৫৭ পয়সা। আদায়ের সুবিধার্থে ৭৫ টাকা। যব ৩ কেজি ২৭০ গ্রাম ১০৪ টাকা ৬৫ পয়সা। আদায়ের সুবিধার্থে ১০৫ টাকা। ভুট্টা ৩ কেজি ২৭০ গ্রাম ২২৮ টাকা ৯০ পয়সা। আদায়ের সুবিধার্থে ২৩০ টাকা। খেজুর ৩ কেজি ২৭০ গ্রাম ৯৮১ টাকা। আদায়ের সুবিধার্থে ৯৮৫ টাকা। কিসমিস ৩ কেজি ২৭০ গ্রাম ১১৪৪ টাকা ৫০ পয়সা। আদায়ের সুবিধার্থে ১১৪৫ টাকা। পনির ৩ কেজি ২৭০ গ্রাম ২১৯৭ টাকা ৪৪ পয়সা। আদায়ের সুবিধার্থে ২২০০ টাকা।

ফিতরার নিসাব : ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে ৭ ভরি স্বর্ণ বা সাগে ৫২ ভরি রূপার কিংবা এর সমমূল্য কোন সম্পদ বা টাকা (বর্তমান বাজার মূল্য অনুপাতে রুপা প্রতি ১৬০০ টাকা করে ৮৪০০০ টাকা) থাকে, তাহলে তার ওপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। আর যদি উক্ত মালের উপর পূর্ণ একবছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে।