| |
               

মূল পাতা জাতীয় জুনেই চালু হচ্ছে পদ্মা সেতু, চলছে শেষ পর্যায়ের কাজ


জুনেই চালু হচ্ছে পদ্মা সেতু, চলছে শেষ পর্যায়ের কাজ


রহমত ডেস্ক     24 March, 2022     01:26 PM    


জুনেই চালু হচ্ছে দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতু। এজন্য চলছে শেষ পর্যায়ের কাজ। তবে এ সময় কেবল গাড়ি চলবে। রেল চলাচল শুরু হতে আরও সময় লাগবে।

সেতুর স্টিলের স্প্যানের ওপর দিয়ে চলবে যানবাহন। স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন। মাঝখানে রয়েছে বিভাজক।

বর্তমানে পদ্মা সেতুতে চলছে পিচ ঢালাই আর বাতির খুঁটি বসানোর কাজ। উদ্বোধনের জন্য রং আর আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে। যা ২৩ মের মধ্যে শেষ হবে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, কোন তারিখে পদ্মা সেতু চালু হবে—এটা সরকারের নীতিনির্ধারকেরা ঠিক করবেন। তবে জুনের মধ্যে কাজ শেষ করার টার্গেট রয়েছে। সেই টার্গেটে সব কিছু এগোচ্ছে। আশা করি জুনেই সেতু চালু হবে।জটিল কোনো কাজ এখন নেই। যা আছে সবই মসৃণ আর সাজসজ্জার কাজ।

ঠিকাদার সূত্রে জানা গেছে, সেতুর সাজসজ্জার কাজ ২৩ মের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সূত্র জানায়, রেলপথ বসাতে সময় লাগবে আগামী বছরের জুন পর্যন্ত। সড়কপথটি ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে যান চলাচলের উপযোগী করে তৈরি করা হলেও রেলপথ স্থাপনের কাজ চলাকালে ঝুঁকি এড়াতে যানবাহনের সর্বোচ্চ গতি রাখা হতে পারে ঘণ্টায় ৩০ কিলোমিটার।