| |
               

মূল পাতা সারাদেশ নোয়াখালীতে ‘বোরকা খুলে’ ক্লাস করার নোটিশ, শিক্ষার্থীদের প্রতিবাদ


নোয়াখালীতে ‘বোরকা খুলে’ ক্লাস করার নোটিশ, শিক্ষার্থীদের প্রতিবাদ


রহমত ডেস্ক     21 March, 2022     07:23 PM    


নোয়াখালীর সেনবাগের ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বোরকা খুলে ক্লাস করতে হবে - এমন নির্দেশনা দিয়ে নোটিশ জারি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেনের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। 

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মুসলিম তৌহিদি জনতার ব্যানারে উপজেলার সেবারহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

No description available.

মো. ফয়েজ উল্যাহ নামের এক অভিভাবক বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে ইসলামবিরোধী কোনো কার্যক্রম এবং সিদ্ধান্ত আমরা মেনে নেবো না। প্রধান শিক্ষক পদত্যাগ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, ‘বোরকা নিষিদ্ধ করা হয়নি। বলা হয়েছে ক্লাসে ঢুকতে হবে বোরকা খুলে অথবা মুখ খুলে ঢুকতে হবে।’

তিনি আরো জানান, আগামী ২৭ মার্চ কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আশ্বাস দেওয়ার পর মানববন্ধনকারীরা সরে যান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী সেনবাগ