| |
               

মূল পাতা জাতীয় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অফিস


তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অফিস


রহমত ডেস্ক     14 March, 2022     07:56 AM    


দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় সোমবার (১৪ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।

মঙ্গলবার (১৫ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

‘রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও সিলেটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ’