| |
               

মূল পাতা জাতীয় 'ভোজ্যতেলের দাম কিছুটা কমবে, একটু অপেক্ষা করতে হবে'


'ভোজ্যতেলের দাম কিছুটা কমবে, একটু অপেক্ষা করতে হবে'


রহমত ডেস্ক     11 March, 2022     09:58 PM    


ভোজ্যতেলের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি বলেন, সারা বিশ্বে গত চল্লিশ বছরে তেলের দাম যত বেশী হয় নাই তার চেয়ে এখন বেশী হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যা যা প্রয়োজন সবই করছে। সরকারের এই ব্যবস্থার কারণে ভোজ্যতেলের দাম কিছুটা কমবে। সবাইকে একটু অপেক্ষা করতে হবে। 

শুক্রবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে তারা শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত শিগগিরই সেটা করা যায় সেই চেষ্টা করবে সরকার।

সভায় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল চৌধূরী মন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য শাহ আলম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.গোলাম হাক্কানী, উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলামসহ দলীয় নেতৃবন্দ।