| |
               

মূল পাতা স্বাস্থ্য যুদ্ধে ইউক্রেনের স্বাস্থ্য সেবা ‘ধ্বংসের’ মুখে পড়েছে : ডব্লিউএইচও


যুদ্ধে ইউক্রেনের স্বাস্থ্য সেবা ‘ধ্বংসের’ মুখে পড়েছে : ডব্লিউএইচও


আন্তর্জাতিক ডেস্ক     10 March, 2022     02:50 PM    


বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। তারা স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ব্যক্তির ওপর কমপক্ষে ১৮ টি হামলার সমালোচনা করেছে। এসব হামলার ঘটনা যাচাই করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের স্বাস্থ্য সেবা ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। খবর এএফপি’র।

এদিকে এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মিশেল রিয়ান সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধে বহুমাত্রিক স্বাস্থ্য সঙ্কট সৃষ্টি করছে। দুই সপ্তাহের এ সহিংসতার কারণে ইতোমধ্যে প্রায় ২২ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন। হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকসহ প্রায় এক হাজার স্বাস্থ্য স্থাপনা যুদ্ধক্ষেত্রের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। এ যুদ্ধে স্বাস্থ্য সেবা ব্যবস্থা ক্রমেই ধ্বংস হয়ে পড়ছে।

এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানোম গেব্রিয়াসাস বলেন, সংস্থাটি এ পর্যন্ত কমপক্ষে ১৮ টি স্বাস্থ্য স্থাপনা, স্বাস্থ্য কর্মী, অ্যাম্বুলেন্সের ওপর হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ১০ জন নিহত ১৬ জন আহত হন। এসব হামলার ঘটনা স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট পুরো কমিউনিটি উদ্বিগ্ন হয়ে পড়েছে।