| |
               

মূল পাতা সারাদেশ কওমী মাদরাসার পরীক্ষায় পুলিশ পাহারা লাগে না : ধর্ম প্রতিমন্ত্রী


কওমী মাদরাসার পরীক্ষায় পুলিশ পাহারা লাগে না : ধর্ম প্রতিমন্ত্রী


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     10 March, 2022     12:45 AM    


ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কওমী মাদরাসার পরীক্ষার খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়; অন্যান্য পরীক্ষা পুলিশ ও প্রশাসনের বেশী নজরদারী লাগে কিন্তু এখানে কোন পুলিশ পাহারা লাগে না, শিক্ষকরাই নিজ দায়িত্বে পরীক্ষা নেন। পরীক্ষার্থীরাও সু-শৃঙ্খল পরিবেশে বসে সুন্দর হস্তে লেখায় পরীক্ষা দিচ্ছে।

বৃহস্প্রতিবার (১০ মার্চ) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে জামালপুরের ইসলামপুর উপজেলার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদরাসার পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বেফাকুল জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাসেম,ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান।

এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়  ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে পরিত্রাণের উপায় সম্পর্কে সচেতন থাকতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের দুর্যোগ নিয়ে পূর্ব প্রস্তুুতি ও দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে দুর্যোগে প্রাণহানি এক ডিজিটে নেমে এসেছে। দুর্যোগের আগাম সতর্কবার্তা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে (১০৯০) টোল ফ্রি ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতি চালু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস. এম জামান আব্দুন নাছের বাবুল, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আঃ ছালাম। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০৭টি পরিবারের মাঝে চেক বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে অংশ নেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর