| |
               

মূল পাতা রাজনীতি ব্যবসায়ী সিন্ডিকেট সরকারকেও নিয়ন্ত্রণ করছে : ন্যাপ মহাসচিব


ব্যবসায়ী সিন্ডিকেট সরকারকেও নিয়ন্ত্রণ করছে : ন্যাপ মহাসচিব


রহমত ডেস্ক     09 March, 2022     06:01 PM    


বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বলেছেন, সরকারি লুটেরাদের সহযোগিতায় সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবৈধ গণবিরোধী ব্যবসায়ী-সিন্ডিকেট শুধু বাজার নয়, সরকারকেও নিয়ন্ত্রণ করছে। সরকার লুটেরা ও মুনাফাখোরদের পাহারাদার হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনার বদলে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী-সিন্ডিকেটরা দাম বাড়িয়েই চলছে। করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত তখন দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার ধাক্কায় মানুষের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে।

আজ (৯ মার্চ)  বুধবার রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘৯ মার্চ মওলানা ভাসানীর বক্তব্যের স্মরণে’ বাংলাদেশ ন্যাপের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভুইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম-মহাসচিব মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, মহানগর প্রচার সম্পাদক বাদল দাস, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় নারী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমা রহমান, সহ-সভাপতি জীবন নাহার, যুগ্ম-সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান প্রমুখ।

ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর ৯ মার্চ মজলুম জননেতা মওলানা ভাসানীর বক্তব্য সমগ্র জাতিকে সংগ্রামী ও বিপ্লবী আগুনে পুড়িয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের দিনগুলোতে পৌঁছে দেয়। জাতির অন্তরে রাষ্ট্রের অনিবার্যতা স্পষ্ট হয় ও বিপুল শক্তির জন্ম দেয়। ৯ মার্চ মওলানা ভাসানীর ভাষণের পর প্রধান দুইনেতা একই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঐকমত্য প্রকাশ করেন। তখন স্বাধীনতার ক্ষেত্রে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। যদিও আজ ইতিহাস থেকে অব্যাহতভাবে তা মুছে ফেলার চেষ্টা চলছে। সত্য কখনও পরিবর্তিত হয় না বা মরে যায় না। একদিন আবার মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনৈতিক বিপ্লব ঘটবে। তখন সর্বত্র শোনা যাবে মুক্তি ও সত্যের বাণী।