| |
               

মূল পাতা জাতীয় তাহাফফুজে খতমে নবুওয়তের ওলামা সম্মেলন অনুষ্ঠিত


তাহাফফুজে খতমে নবুওয়তের ওলামা সম্মেলন অনুষ্ঠিত


রহমত ডেস্ক     08 March, 2022     09:04 PM    


অমুসলিম কাদিয়ানিদের অপতৎপরতা রোধ করতে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ২নং জোনের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ মার্চ) মঙ্গলবার, সকাল ৯ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান মেহমান ছিলেন দারুল উলুম দেওবন্দ ভারতের দাওয়াহ বিভাগীয় প্রধান মাওলানা শাহ আলম গৌরখপুরী। প্রধান আলোচক ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা ২নং জোনের সভাপতি মাওলানা ইউনুস ঢালি এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা ২নং জোনের সাধারণ সম্পাদক মুফতী আশিকুল্লাহ।

প্রধান মেহমান মাওলানা শাহ আলম গৌরখপুরী তার আলোচনায় বলেন, পৃথিবীতে অনেক ধর্মমত ও আদর্শ রয়েছে। কিন্তু ইসলাম ব্যতিত অন্য কোনো ধর্ম দলিল-প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রমাণিত নয়। সেই হিসাবে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কুরআন হাদীস তথা শেষ নবী মুহাম্মদ সা. এর জীবন আদর্শে নিহিত রয়েছে মানব জাতীর অফুরন্ত কল্যাণ। কুরআন এবং রাসূল সা. এর সুন্নাহ মোতাবেক না চলায় আজ দেশে-দেশে অরাজকতা চলছে। তাই আমাদেরকে ইহকালীন ও পরকালীন জীবন সুন্দর করতে কুরআন এবং রাসূল সা. সুন্নাহ আঁকড়ে ধরতে হবে।

প্রধান আলোচক মাওলানা মুহিউদ্দিন রাব্বানী তার আলোচনায় বলেন, আমরা দীর্ঘ তিন যুগ যাবত তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর ব্যানারে কাজ করে আসছি। আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি, অনতিবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। মুসলিম নাম ধারণকরত তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। পঞ্চগড় সহ দেশের কোথাও তাদেরকে কোনভাবেই সম্মেলন করতে দেয়া যাবে না। যদি তারা সম্মেলন করে, তাহলে আমরা লংমার্চ সহ কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো। এছাড়া আমরা আগামী ২৭,২৮ ও ২৯ মার্চ খতমে নবুওয়ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছি।

মাওলানা আল আমিন ও মাওলানা আফসার মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা করেন, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা শিব্বীর আহমদ কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবু হানিফ, মাওলানা মুঈনুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা দেলোয়ার হুসাইন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সুলতান আহমদ, মাওলানা মাহবুবুল আলম, মুফতী আলী আকরাম, মাওলানা মোরশেদ বিন নূর, মাওলানা হেদায়েত হুসাইন, মাওলানা মুফতী ইউনুস, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শফীকুল ইসলাম, মাওলানা মুফতী হাবীবুর রহমান, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান প্রমূখ।