| |
               

মূল পাতা আন্তর্জাতিক পুতিনের হুঁশিয়ারি


পুতিনের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক     07 March, 2022     03:07 PM    


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে মস্কো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেই চাই তা যুদ্ধের মাধ্যমে হোক কিংবা সংলাপের মাধ্যমে। তিনি রোববার (০৬ মার্চ) রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কর্মকর্তারা সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।

ম্যাকরনকে পুতিন বলেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এ অভিযান চালাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন মস্কোর দাবির জবাব না দেয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

-পার্সটুডে